সাইকেল না পেয়ে স্কুল ছাত্রের আত্মহত্যা

 


আবদুল আলী, গুইমারা:

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার  হাতিমুড়ায় সপ্তম শ্রেণীর এক স্কুল ছাত্র আত্মহত্যা করেছে। 

৭ মার্চ শুক্রবার সকাল ১০ টার সময় আত্নহত্যা করে।  সে মানিকছড়ি রাণী নিহার দেবী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র । তার নাম ওয়ালিদ(১১) পিতার নাম মোমিন। নিহতের বাবা চট্টগ্রামে প্রাইভেট কোম্পানিতে চাকুরি করে । 

পারিবারিক সুত্রে জানা যায়, বিগত কয়েকদিন যাবৎ তার পিতার কাছে সাইকেল কেনার বায়না করেছিলেন। কিন্তু তাকে সাইকেল  কিনে না দেয়ায় সে মানসিক ভাবে হতাশাগ্রস্থ হয়। শুক্রবার সকাল দশটায় ঘরের আড়ায় গলায় ফাস দেয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। তার লাশ মানিকছড়ি হাসপাতালে রয়েছে। 

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন লাশ উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

সম্প্রতি

পানছড়িতে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনের অবহিত করণ ও কর্ম পরিকল্পনা সভা

পানছড়ি, খাগড়াছড়ি প্রতিনিধি: ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনের আওতায় খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়িতে  ১১৫ টি কেন্দ্রে মোট ৯৩৬১ জন শি...