পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির পানছড়িতে উপজেলা আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও ক্ষুদ্রঝণ বিতরণ করা হয়েছে।
শনিবার (৮মার্চ) সকাল এগারোটায় র্যালী শেষে উপজেলা সম্মেলন কক্ষে মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা বড়ুয়ার সভাপতিত্বে আলোচনা সভা করা হয়।
এসময় নারীদের উন্নয়নমুলক কাজে অংশগ্রহণ ও বৈষম্য নিয়ে আলোচনা করা হয়। সভা শেষে চারজন নারীকে ২৫,০০০ টাকা করে মোট এক লক্ষ্য টাকা ঋণ দেয়া হয়।
সভায় উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম মজুমদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিমউদদীন, প্রকৌশলী রেজাউল করিম, যুব উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন, দমদম মহিলা কল্যান সমিতি, পুজগাং মহিলা কল্যান সমিতি, পশ্চিম শান্তি পুর মহিলা কল্যান সমিতি, নীলমনি মহিলা কল্যান সমিতি'র সদস্যগন উপস্থিত ছিলেন।
0 মন্তব্যসমূহ