পানছড়িতে জামায়াতে ইসলামীর শীতবস্ত্র বিতরণ

 

পানছড়ি ,  খাগড়াছড়ি  : 

খাগড়াছড়ি  পার্বত্য জেলার পানছড়ি  উপজেলা  জামায়াতে ইসলামীর  উদ্যোগে  শীতার্তদের মাঝে কম্বল বিতরণ  করা হয়েছে। 

৩০ ডিসেম্বর ২০২৪,  সোমবার বিকালে বাংলাদেশ জামাতে ইসলামী পানছড়ি উপজেলা শাখার অফিস কক্ষে স্থানীয়  দারিদ্র্য  সীমায় বসবাস করেন এমন  মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

 বিতরনকালে বাংলাদেশ  জামায়াতে ইসলামি পানছড়ি উপজেলা শাখা সভাপতি  মোঃ জাকির হোসেন, সেক্রেটারী হাফেজ মো: নুরুজ্জামান, বাইতুল মাল সম্পাদক আব্দুল খালেক, প্রচার সম্পাদক  আবুল কাশেম  সহ  বিভিন্ন  ইউনিটের  দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ ও সুবিধাভোগীগন উপস্থিত  ছিলেন।

শীতবস্ত্র কম্বল বিতরণ  কালে   জাকির হোসাইন  বলেন, পাহাড়ের  প্রত্যন্ত অঞ্চলের  অনেক মানুষের  মানুষের কাছে  শীতবস্ত্র  নাই। আমরা আমাদের  সামর্থানুযায়ী  চেষ্টা  করছি শীতার্ত দের মাঝ কম্বল পৌছাতে।  যা চলমান থাকবে।  আসুন আমরা প্রত্যেকের অবস্থান  থেকে  সাহায্যের হাত বাড়িয়ে দিই। আসুন আমরা অসহায়-দরিদ্র শীতার্ত মানুষদের পাশে দাঁড়াই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

সম্প্রতি

গুইমারা নূরানী তা-লীমূল কোরআন মাদ্রাসার সবক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

আবদুল আলী, গুইমারা প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারার ঐতিহ্যবাহী অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গুইমারা নুরানী তালীমূল কোরআন মাদ্রাসার সবক ও পুর...