আবদুল আলী, গুইমারা:
সরকারী অনুমোদন না নিয়ে অবৈধভাবে ইট ভাটা প্রস্তুত করায় গুইমারার দুটি ইটভাটায় অভিযান চালিয়ে ১ লক্ষ ৬০ হাজার টাকা টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আইরিন আকতার।
২৩ ডিসেম্বর সোমবার দুপুরে গুইমারা উপজেলার আমতলী পাড়ায় অবস্থিত ফোরষ্টার ও এসবিএম ভাটায় অভিযান পরিচালনা করেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আইরিন আকতার।
ভ্রাম্যমান আদালত ইট প্রস্তুত ও ভাটা স্থাপন, (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৪ ধারা লঙ্গন করায় ১৪ ধারায় দুটি ইটভাটাকে ৮০ হাজার টাকা করে অর্থ দন্ড প্রদান করে।
এসময় গুইমারা থানা এসআই ওসমান গণি ও ও জালিয়াপাড়া রেঞ্জ কর্মকর্তা মহসিন তালুকদার উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৮ নভেম্বর ২০২৪ তারিখে ফোর স্টার ও এসবিএম ভাটায় অভিযান পরিচালনা করে ৫০ হাজার টাকা করে দুটিতে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
0 মন্তব্যসমূহ