কিশোরীদের স্বাস্থ্য সচেনতার জন্য মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা কিট বিতরণ

 


খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়িতে কিশোরীদের মাসিক ব্যবস্থাপনার কিট বিতরণ করেছে গ্রীনহিল।

বুধবাধ দুপুরে ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন স্কুল কলেজের ১০-১৯ বছর ৩শ কিশোরীদের মাঝে এ কিট বিতরন করা হয়। কিট এর মধ্যে মেয়েদে আন্ডারওয়্যার ৩ টি, বড় স্যানিটারী প্যাড ৩ টি, সাবান ৩ টিসহ ১১টি স্বাস্থ্য বিষয়ক উপকরন দেয়া হয়।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের সহাকারী পরিচালক সোহাগ ময় চাকমা, গ্রীন হিলের  চীফ অব পার্টি চাইহ্রামং মারমা, জেলা সমন্বয়কারী রূপান্ত চাকমা, মূলত কিশোরীদের স্বাস্থ্য সচেতন করার জন্য ইউএনএফপিএ এর আর্থিক সহযোগীতায় কনসার্ণড উইমেন ফর ফ্যামিলি ডেভেলপমেন্ট এর আয়োজনে  গ্রীন হিল এ কিট বিতরণ করে।

এ সময় আরো উপস্থিত ছিলেন সিডব্লিউএফডি এর মনোবিজ্ঞানী মো. ইমরান হোসাইন, গ্রীন হিলের মনোবিজ্ঞানী, সুভদ্রা চাকমা।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

সম্প্রতি

মহালছড়ি ক্যায়াংঘাট ইউনিয়নে আনসার ও ভিডিপি সদস্যদের মানবিক উদ্যোগ

  ।।মোঃ কাউসারুল ইসলাম, মহালছড়ি।।  খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার ৩নং ক্যায়াংঘাট ইউনিয়নের গুচ্ছগ্রামে যাতায়াতের একমাত্র রাস্তা অ...