নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়িতে গর্ভবতী মা, কিশোরী ও সাধারণ রোগীদের ভ্রাম্যমান ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে গ্রীন হিল । জাতিসংঘ জনসংখ্যা তহবিল এর আর্থিক সহযোগিতায় স্থানীয় উন্নয়ন সংস্থা গ্রীন হিল'র আয়োজনে পরিবার পরিকল্পনা বিভাগের ব্যবস্থাপনায় বিনামূল্যে এ স্বাস্থ্য সেবা দেয়া হয়।
সোমবার সকাল সাড়ে ১১ টায় মাইসছড়ি পরিবার পরিকল্পনা কল্যান কেন্দ্র মাঠে এ মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন খাগড়াছড়ি পরিবার বিভাগের উপ- পরিচালক ফারুক আব্দুল্লাহ।
এ সময় তিনি বলেন নারী কিশোরী বা গর্ভবতী মা'দের যেন জরায়ৃ ক্যান্সারসহ বড় কোন ধরনের কোন রোগ না হয়, সে জন্য সকলে যেন স্বাস্থ্য সেবা কেন্দ্রে গিয়ে চিকিৎসা নেন , এছাড়া গর্ভাবতী মা’ রা যেন , ক্লিনিক বা স্বাস্থ্য সেবা কেন্দ্রে গিয়ে সন্তান প্রসব করান। ঘরে অদক্ষ ধাত্রী দিয়ে যেন সন্তান প্রসব না করেন সে বিষয়ে পরামর্শ দেন তিনি। এ সময় চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন, পানছড়ি উটজেলা স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ মো. হোসেন সোহেল, মহালছড়ি পরিবার পরিকল্পনা বিভাগে চিকিৎসক ডা. অনিক দাশ, গ্রীন হিলের মেডিকেল অফিসার ডাঃ সুইউক্রই মারমা।
মাইসছড়ি নুনছড়ি গ্রাম থেকে চিকিৎসা নিতে আসা নমনিতা চাকমা ও বাহার টিলার নিঝুম আক্তার এ ধরনের মেডিকেল ক্যাম্প আয়োজন করার জন্য গ্রীনহিলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন
এ সময় আরো উপস্থিত ছিলেন মহালছড়ি পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা দীপময় তালুকদার, গ্রীনহিলের জেলা সমন্বয়কারী রূপান্ত চাকমা।
উক্ত মেডিকেল ক্যাম্পে প্রায় দেড়শতাধিক নারী, কিশোরী ও গর্ভবতী নারী ও সাধারণ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয় ।
মূলত বিগত জুলাই-আগষ্টে বন্যায় ক্ষতিগ্রস্থ দুর্গম এলাকার গর্ভবতী নারী ও কিশোরী ও সাধারণ রোগীদের ঘরের কাছে বিনামূল্য স্বাস্থ্য সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ ও স্বাস্থ্য সচেতনতার জন্য এ মোবাইল মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
0 মন্তব্যসমূহ