সীমান্ত জনসচেতনতার বৃদ্ধির লক্ষে মতবিনিময় সভা ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে ৩ বিজিবি

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি : 

পার্বত্য খাগড়াছড়ি জেলার  উপজেলা পানছড়ির সীমান্তবর্তী এলাকায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষে মতবিনিময় সভা ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে লোগাং বিজিবি জোন (৩ বিজিবি)। 

২৮ ডিসেম্বর (শনিবার) সকালে চেঙ্গী ইউনিয়নের ১ নং ওয়ার্ড সনখোলা বিওপি সংলগ্ন হেলিপ্যাডে ও  লোগাং বিজিবি ক্যাম্প সংলগ্ন উন্মুক্ত পাঠাগার ও কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের সামনে লোগাং বিজিবি জোন(৩ বিজিবি)-র ব্যবস্থাপনায়- নিরাপদ সীমান্ত, শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে স্থানীয় জন প্রতিনিধি এবং এলাকাবাসীর সাথে পৃথক পৃথক মতবিনিময় সভায় জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া, পিএসসি সভাপতিত্ব করেন।

মতবিনিময় সভায় জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া,পিএসসি বলেন, অবৈধ চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও বহির্গমন অপরাধীয় কাজ। দেশের সার্বোভৌমত্ব রক্ষায়, পাহাড়ে নিরাপদ সীমান্ত ,শান্তি- সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকেই অবৈধ কাজে নিরুৎসাহিত করতে হবে। এছাড়াও আগামী জানুয়ারী ২০২৫ এর  মধ্য সময়ে ভারতের রইস্যাবাড়ী সংলগ্ন ডুমুর (পানিবাঁধ) এলাকায় তীর্থ মেলায় অবৈধ বহির্গমনে নিরুৎসাহিত করার জন্য সকল জনপ্রতিনিধি ও স্থানীয়দের সহযোগীতা কামনা করেন। 

মতবিনিময় সভা শেষে সনখোলা ও লোগাং এলাকায় শীতার্ত, অসহায়, হতদরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে  ৩ শতাধিক শীতবস্ত্র (কম্বল) ও সনখোলা এলাকার শিশু কিশোরদের খেলার জন্য ফুটবল বিতরণ করেন ৩ বিজিবি লোগাং জোন অধিনায়ক। 

এ সময় অন্যান্যদের মধ্যে সুবেদার মেজর আব্দুর রব, নায়েব সুবেদার মো.আবু জাহিদ,নায়েব সুবেদার মো. ইব্রাহিম হোসেন,চেঙ্গী ইউপি সদস্য সতীশ চাকমা,লোগাং ইউপি সদস্য সাহেব আলী সহ স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

সম্প্রতি

গুইমারা নূরানী তা-লীমূল কোরআন মাদ্রাসার সবক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

আবদুল আলী, গুইমারা প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারার ঐতিহ্যবাহী অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গুইমারা নুরানী তালীমূল কোরআন মাদ্রাসার সবক ও পুর...