জামায়াত ইসলামের উদ্যোগে মহালছড়িতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মো:কাউছারুল ইসলাম, মহালছড়ি: 

খাগড়াছড়ির মহালছড়িতে জামায়াত ইসলামের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

২৮ ডিসেম্বর শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী মহালছড়ি উপজেলা শাখার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

মহালছড়ি বাজার জামাত ইউনিটের নেতা মো. ফরিদুল'র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মো. হাসান ও মহালছড়ি শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দেরা ।

এই সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহালছড়ি উপজেলার বিশেষ ইউনিট নেতা মো. জামাল উদ্দিন সওদাগর  বলেন, সারা দেশের মতো খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলায় প্রচণ্ড শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পপড়েছে। এই সময় দুর্গতদের দুর্দশা লাঘবে সরকারের কার্যকর কোনো পদক্ষেপ দৃশ্যমান নয়। তাই জামাত ইসলামী একটি দ্বায়িত্বশীল সংগঠন হিসেবে  শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর সাধ্যমতো চেষ্টা করছে। গণমানুষের জন্য আমাদের এই সেবামূলক কার্যক্রম আগামী দিনেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তিনি শীতার্ত মানুষের দুর্দশা লাঘবে সাধ্যমতো সবকিছু  করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

সম্প্রতি

গুইমারা নূরানী তা-লীমূল কোরআন মাদ্রাসার সবক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

আবদুল আলী, গুইমারা প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারার ঐতিহ্যবাহী অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গুইমারা নুরানী তালীমূল কোরআন মাদ্রাসার সবক ও পুর...