খাগড়াছড়ি প্রতিনিধি:
'বৈষম্যহীন সমাজ বির্নিমাণ হোক, আমাদের অঙ্গিকার' শ্লোগানে এই শ্লোগানে মারমাদের অন্যতম সামাজিক সংগঠন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ খাগড়াছড়ি সদর উপজেলা শাখার আলোচনা সভা ৭ম কাউন্সিল অনুষ্ঠিত।
শুক্রবার খাগড়াছড়ি টাউন হলে দিনব্যাপী অনুষ্ঠানে শুরুতেই সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ত্রিপিটক পাঠ ও সংগঠনের নিহতদের স্বরনে এক মিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ম্রাসাথোয়াই মারমা। অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলার শাখার সভাপতি কংচাইরী মাষ্টার, সাধারণ সম্পাদক কংজপ্রু মারমা, সাংগঠনিক সম্পাদক রুমেল মারমা।
বক্তারা বলেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ মূলত শিক্ষা- শান্তি- ঐক্য- প্রগতি নিয়ে মারমা নারীদের আত্মকর্মসংস্থান, বেকারত্ব দুরীকরণ, শিক্ষা, স্বাস্থ্য সচেতন ও অন্যান্য সম্প্রদায়ের সাথে সুসম্পর্কের জন্য কাজ করে। অনুষ্ঠানে জেলা ও সদর উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে মংখই মারমাকে সভাপতি , থোয়াইউ মারমাকে সাধারণ সস্পাদক ও রেমাদু মারমাকে সাংগঠনিক সম্পাদক করে তিন বছরের জন্য ১০১ জন সদস্য নিয়ে কার্যকরী কমিটি গঠন করা হয়।
0 মন্তব্যসমূহ