বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে সিন্দুকছড়ি জোন কমান্ডার

বিএম.বাশার, ভ্রাম্যমাণ প্রতিনিধি:- খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় বর্ণিল আয়োজনে শুভ উদ্বোধন হয়েছে বাঁশরী ওয়াদুদ ফুটবল টূর্ণামেন্ট। উপজেলার ষোলটি দল নিয়ে নক আউট পদ্ধতির এই টুর্নামেন্টের আয়োজন করেছে সম্প্রীতি যুব সংঘ। এ উপলক্ষে গুইমারা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের মাঠ সাজানো হয়েছিল বাহারি সাজে। হাজার হাজার ফুটবল প্রেমীরা খেলা উপভোগ করতে ছুটে বেলা দুইটা থেকেই। খেলা উদ্বোধনের আগ মুহূর্তে অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয় এবং চমৎকার নৃত্যে মেতে উঠেন শিল্পিরা।

বুধবার ১৮ ডিসেম্বর বেলা আড়াইটায় বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি সিন্দুকছড়ি জোন কমান্ডার সৈয়দ পারভেজ মোস্তাফা পিএসসি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আরমান হোসেন, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিম, সাবেক সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ ইউছুপ। পুরো অনুষ্ঠান জুড়ে সঞ্চালনা করেন গুইমারা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ পারভেজ হোসেন।

জাঁকজমক আয়োজনে মাঠের কানায় কানায় উল্লাসিত দর্শকদের ভালোবাসায় খেলা শুরু করেন গুইমারা বাজার একাদশ বনাম আরাফাত রহমান কোকো স্পোর্টি ক্লাব। দৃষ্টিনন্দন খেলাটি নির্ধারিত সময়ে মধ্যে ১-০ গোলে জয়লাভ করে গুইমারা বাজার একাদশ। রেফারি হিসেবে খেলা পরিচালনা করেন পুলক দে, সুমন ত্রিপুরা ও বিশাল দে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

সম্প্রতি

মহালছড়ি ক্যায়াংঘাট ইউনিয়নে আনসার ও ভিডিপি সদস্যদের মানবিক উদ্যোগ

  ।।মোঃ কাউসারুল ইসলাম, মহালছড়ি।।  খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার ৩নং ক্যায়াংঘাট ইউনিয়নের গুচ্ছগ্রামে যাতায়াতের একমাত্র রাস্তা অ...