গুইমারা উপজেলা বিএনপির নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন

 


বিএম.বাশার, ভ্রাম্যমাণ প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় বিজয় দিবস উপলক্ষে উপজেলা বিএনপির সভাপতি, মোঃ সোহাগ এর নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ র‌্যালী শোভাযাত্রা ও আলোচনা সভা করেন উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন।


১৬ ডিসেম্বর ১৯৭১ সালের এদিনে বাংলার মানুষ পাকিস্তানি স্বৈরশাসনের গ্লানি থেকে মুক্তির পথ খুঁজে পেয়েছিল। তাঁরা তাঁদের অমূল্য জীবন বিসর্জনের মাধ্যমে ছিনিয়ে এনেছিল স্বাধীনতার রক্তিম সূর্য। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ আজ একটি স্বাধীন দেশ, আমরা এ স্বাধীন দেশের নাগরিক। সেই থেকেই পালিত হয় ১৬ডিসেম্বর বাঙ্গালি জাতির মহান বিজয় দিবস। শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে পুষ্পমাল্য অর্পণ করেন সকাল ৭টার সময় গুইমারা উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন।


এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল কাশেম, সহ-সভাপতি মোঃ নবী হোসেন, সাধারণ সম্পাদক আরমান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিম সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা ব্যাপক উপস্থিতিতে শহীদদের প্রতি আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন।


একই ভাবে হাফছড়ি ইউনিয়ন ও সিন্দুকছড়ি ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যথাযথ মর্যাদায় পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে বিজয় দিবস পালন করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

সম্প্রতি

গুইমারা নূরানী তা-লীমূল কোরআন মাদ্রাসার সবক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

আবদুল আলী, গুইমারা প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারার ঐতিহ্যবাহী অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গুইমারা নুরানী তালীমূল কোরআন মাদ্রাসার সবক ও পুর...