পানছড়ি, খাগড়াছড়ি :
শিক্ষার মানোন্নয়নে ফাতেমা নগর নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ে আধুনিক তথ্য প্রযুক্তির উন্নয়নে কম্পিউটার, ইউপিএস, প্রিন্টার বিতরন করেছে উপজেলা বিএনপি ও যুবদল।
৩১ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুরে ফাতেমা নগর নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ে আধুনিক তথ্য প্রযুক্তির উন্নয়নে কম্পিউটার, ইউপিএস, প্রিন্টার ছাত্র ছাত্রী ও শিক্ষকের হাতে তুলে দেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন বলেন, প্রত্যন্ত অঞ্চলের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ফাতেমা নগর নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ে বিশেষ চাহিদা সম্পন্ন কম্পিউটার না থাকায় শিক্ষার্থীদের আধুনিক তথ্য প্রযুক্তি থেকে দূরে পরে আছে। বিষয়টি উপজেলা বিএনপির নজরে আসায় এলাকার শিক্ষার্থীদের অগ্রায়নে এই উদ্যোগ গ্রহন করি। উপজেলা বিএনপি, যুবদল ও সহযোগী সংগঠনের সহযোগিতায় আমরা কম্পিউটার, প্রিন্টার, ইউপিএস প্রতিষ্ঠানের কল্যানে এনে দিতে পেরেছি। ভবিষ্যতেও আমাদের এধরণের কার্যক্রম চলমান থাকবে।
এ সময় অন্যান্যদের মধ্যে সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, যুগ্ন সম্পাদক তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসমাইল, যুবদলের আহবায়ক মো. আফসার, সদস্য সচিব মো. সেলিম, প্রধান শিক্ষক মোঃ সাদেক আলী সহ স্থানীয় নেতৃবৃন্দ শিক্ষক ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন।
0 মন্তব্যসমূহ