হাফছড়িতে গাছ কেটে রাস্তা অবরোধের চেষ্টা গুইমারা থানা পুলিশের হস্তক্ষেপে চলাচল স্বাভাবিক



গুইমারা প্রতিনিধিঃ খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার ২ নং হাফছড়ি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের হাফছড়ি এলাকায়  বিএনপি সমর্থিত  নেতাদের বাড়ির সামনের রাস্তায় খাগড়াছড়ি- চট্রগ্রাম মহাসড়কের পাশে থাকা গাছ কেটে রাস্তা অবরোধের চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায় বিএনপির ডাকা ৩ দিনের অবরোধে গুইমারা উপজেলার ২ নং হাফছড়ি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের হাফছড়ি এলাকায়  আওয়ামীগের কার্য্যালয়ে অগ্নি সংযোগ,ককটেল বোমা বিস্ফোরণ, ১ নবেম্বর রাতে রাস্তার পাশের গাছ কর্তন করে জানান দিতে চায় বিএনপি । 

১ নভেম্বর সকালে খবর পেয়ে গুইমারা থানা পুলিশ ঘটনা স্থলে পৌঁছায়। গুইমারা থানার এ এস আই শামীমের নেতৃত্বে ফোর্স ও এলাকাবাসীর সহযোগিতায় কর্তিত গাছ অপসারণের মাধ্যমে যানবাহন চলাচল স্বাভাবিক করে। 

এ বিষয়ে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাজিব চন্দ্র কর, বলেন গাছ কাটার খবর পেয়ে গুইমারা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় গাছ অপসারণের মাধ্যমে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।

তিনি আরও বলেন  বিএনপির ডাকা ৩ দিনের অবরোধে  অগ্নি সংযোগ,ককটেল বোমা বিস্ফোরণ, গাছ কর্তন ও মানুষ হত্যার অপচেষ্টার বিরুদ্ধে মানুষের জানমালের নিরাপত্তায় গুইমারা থানা পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

সম্প্রতি

বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় পানছড়িতে মিলাদ ও দোয়া মাহফিল

খাগড়াছড়ি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদে...