আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহালছড়িতে র‍্যালী ও আলোচনা সভা


নিজস্ব প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় খাগড়াছড়ির মহালছড়িতেও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

"অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি" এই প্রতিপাদ্যে মহালছড়িতে ১৩ অক্টোবর শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা  শাখা মহালছড়ি এর আয়োজনে এক র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

র‍্যালীটি মহালছড়ি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হল রুমে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। 

আলোচনা সভায় মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভিন খানম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি রতন কুমার শীল,  মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. সোহাগ মিয়া সহ অন্যান্যরা।

এই সময় আরো উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি দীপক সেন,  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সুমন মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা।

আলোচনায় বক্তারা দুর্যোগ প্রতিরোধে ব্যাপক সচেতনতা বৃদ্ধির লক্ষে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

সম্প্রতি

গুইমারা নূরানী তা-লীমূল কোরআন মাদ্রাসার সবক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

আবদুল আলী, গুইমারা প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারার ঐতিহ্যবাহী অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গুইমারা নুরানী তালীমূল কোরআন মাদ্রাসার সবক ও পুর...