মহালছড়ি সরকারি প্রাইমারি স্কুলে হতে এপিবিএন পর্যন্ত রোডে সোলার লাইট স্থাপন জরুরি

 



দীপক সেন, মহালছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলা সদর এলাকার আর্মড পুলিশ ব্যাটালিয়ন হেড কোয়ার্টার যাওয়ার একমাত্র সড়ক যেটি মহালছড়ি সরকারী প্রাইমারী স্কুলের সামনে দিয়ে উপজেলা শিল্পকলা একাডেমি, উপজেলা কৃষি অফিসারের কার্যালয়, পাবলিক হেলথ প্রকৌশলীর কার্যালয়, মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় ও মহালছড়ি আদর্শ চাইল্ড স্কুলের সামনে দিয়ে এপিবিএন সরকারী প্রাইমারী স্কুল হয়ে ব্যাটালিয়ন সদর দপ্তর অতিক্রম করে এপিবিএন মডেল স্কুলে গিয়ে শেষ হয়েছে। এমনি একটি অতিব জনগুরুত্বপূর্ণ সড়কের একাধিক স্থানে সন্ধ্যা নামার পর থেকে এক ধরণের অন্ধকারাচ্ছন্ন ভয়াতুর অবস্থা বিরাজ করে। বিশেষ করে উপজেলা শিল্পকলা একাডেমির সামনে, পাবলিক হেলথ প্রকৌশলীর কার্যালয়ের সামনে ও আদর্শন চাইল্ড স্কুলের সামনে সন্ধ্যা নামার পর হতে উল্লেখিত স্থান সমূহ একেবারে অন্ধকারে ডুবে থাকে। তাছাড়া বিদ্যুৎ না থাকলে উল্লেখিত স্থান সমূহে এক ধরনের ভয়াবহ ভুতুরে অন্ধকারে চুরি চামারী ও ছিনতাইয়ের ঘটনাসহ উক্ত সড়কে চলাচলকারী মহিলাদের নিরাপত্তার বিষয়টি অতি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলেছে উক্ত এলাকার সচেতন মহল অভিমত ব্যক্ত করেছেন। তাই উল্লেখিত গুরুত্বপূর্ণ স্থান সমূহে অন্তত সৌর বিদ্যুতের সোলার সিষ্টেম স্ট্রীট লাইন স্থাপন করে উক্ত সড়কে চলাচলকারী নারী পুরুষ, ছেলে-মেয়ে, বিশেষ মহিলাদের চলাচল নিস্কন্টক ও নির্বিঘ্ন করতে এলাকার প্রশাসন ও জনপ্রতিনিধীসহ সকলের সদয় দৃষ্টি আকর্ষণ করেছেন।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

সম্প্রতি

মহালছড়ি উপজেলায় খাগড়াছড়ি জেলা বি.এন.পি’র সাংগঠনিক সভা

দীপক সেন, মহালছড়ি প্রতিনিধি: পার্বত্যাঞ্চলে শান্তি, শৃংখলা বজায় রাখতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রেখে আইন-শৃংখলা স্থিতিশীল রাখতে, প...