মহালছড়িতে যুবতী নারীকে শ্লীলতাহানির দায়ে অভিযুক্ত আটক

 


মহালছড়িঃ খাগড়াছড়ির মহালছড়িতে এক যুবতী নারীকে শ্লীলতাহানির দায়ে একজনকে আটক করা হয়েছে। এজাহার সূত্রে জানা যায়, গত ২০ আগষ্ট রবিবার সকাল ১০ টার দিকে মহালছড়ি মাইসছড়ি ডিপি পাড়া এলাকার এক যুবতী নারীকে (২০)  বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায় অভিযুক্ত মো. সোহেল মিয়া(৩৩), সোহেল মাইসছড়ি নুনছড়ি গ্রামের কবির আহমেদ এর ছেলে।

জানা যায়, ধস্তাধস্তির এক পর্যায়ে যুবতী মেয়েটি চিৎকার করলে আশেপাশের লোকজন মেয়েটিকে উদ্ধার করে, ততক্ষণে মোটরসাইকেল যোগে অভিযুক্ত সোহেল মিয়া পালিয়ে যায়।

মেয়েটির অভিযোগের ভিত্তিতে ২১ তারিখ সোমবার সকাল ১১ টার দিকে অভিযুক্ত ব্যাক্তির এলাকায় মহালছড়ি থানার অ‌ফিসার ইনচার্জ আবুল হাসান খান এর নেতৃ‌ত্বে সঙ্গীয় এসআই(নিঃ) আরাফাত বিন ইউসুফ, এ্এসআই(নিঃ) লিটন কান্তি দেবণাথ, এএসআই(নিঃ) মোঃ শাহীন আলম  ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে।

অভিযুক্ত ব্যাক্তির বিরুদ্ধে মহালছড়ি থানায় নারী ও শিশু  নির্যাতন আইন ২০০০(সংশোধন)২০০৩ এর ৯(৪) খ  ধারায় মামলা দায়ের করা হয়েছে। 

আসামীকে বিধি মোতাবেক যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে জানান মহালছড়ি থানার অ‌ফিসার ইনচার্জ আবুল হাসান খান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

সম্প্রতি

গুইমারা নূরানী তা-লীমূল কোরআন মাদ্রাসার সবক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

আবদুল আলী, গুইমারা প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারার ঐতিহ্যবাহী অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গুইমারা নুরানী তালীমূল কোরআন মাদ্রাসার সবক ও পুর...