মহালছড়িঃ খাগড়াছড়ির মহালছড়িতে ইয়াবা সহ এক ব্যাক্তিকে আটক করেছে মহালছড়ি থানা পুলিশ। আটক ব্যক্তি মোঃ রুবেল হোসেন (২২) মহালছড়ি সদর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের হোসেন আহাম্মদ এর পুত্র ।
এজাহার সূত্রে জানা যায়, ২৮ তারিখ (সোমবার) সন্ধ্যা ৭ টার দিকে মহালছড়ি সিংগিনালা রোডের ব্রিজ পাড়া এলাকা সংলগ্ন হবনব রেস্টুরেন্ট এর সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক জনকে আটক করে মহালছড়ি থানা পুলিশ। এসআই(নিরস্ত্র) মো. হারুনর রশিদ, এএসআই(নিরস্ত্র) কল্পরঞ্জন চাকমা, এএসআই(নিরস্ত্র) নূর আহম্মদ মজুমদার সঙ্গীয় ফোর্স সহ মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান খান,র নির্দেশে অভিযান পরিচালনা করে মো: রুবেল হোসেনকে ১৫ পিচ ইয়াবাসহ হাতে নাতে আটক করতে সক্ষম হয়।
মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিকে মাদক দ্রব্য আইনের আওতায় এনে খাগড়াছড়ি জেল হাজতে প্রেরণ করা হবে।
0 মন্তব্যসমূহ