(দীপক সেন, মহালছড়ি প্রতিনিধি)ঃ আর্থিক কর্মসম্পাদন চুক্তি (চচঅ) ২০২৩-২০২৪ আলোকে স্মার্ট বাংলাদেশ ও ভিশন ২০৪১, সরকারের বিভিন্ন পদক্ষেপ, মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং ৪র্থ শিল্প বিপ্লবের গুরুত্ব বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস। ভিশন ২০৪১ এর লক্ষ্য ও অর্জন সমূহ এবং ডেঙ্গু প্রতিরোধ মানব পাচার, মাদক, সন্ত্রাস গুজব, অপপ্রচার, অপরাজনীতি ও সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও নাশকতা ইভটিজিং বাল্যবিবাহ ইত্যাদি প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ সর্ম্পকে সচেতনতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, পরিবেশ সংরক্ষণ অটিজম, তথ্য অধিকার ইত্যাদি বিষয়ের আলোকে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশাল নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সরকারী গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়/খাগড়াছড়ি জেলা তথ্য অফিস আয়োজিত ও জেলা তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলার অতিরিক্ত জেলা প্রশাসক স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও উপ-সচিব নাজমুন আরা সুলতানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইসছড়ি ইউপি চেয়ারম্যান সাজাই মার্মা, মহালছড়ি উপজেলা প্রেস ক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিনিয়র প্রবীন সাংবাদিক দীপক সেন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুপন চাকমা, জেলা তথ্য অফিসের কর্মকর্তা রিকো চাকমার স ালনায় মাইসছড়ি ইউনিয়ন পরিষদ হলরুমে ২৪ আগষ্ট বৃহস্পতিবার অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে সরকারের গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রমের আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত স্মার্ট বাংলাদেশ ও ভিশন-২০৪১ বাস্তবায়নে গৃহিত পদক্ষেপগুলি তুলে ধরে জনসচেতনতা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। সমাবেশে এলাকার বিপুল সংখ্যক নারীর সমাবেশ ঘটে।
0 মন্তব্যসমূহ