মহালছড়ি উপজেলায় পুলিশি অভিযানে বিপুল পরিমান চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ী আটক

 


(দীপক সেন, মহালছড়ি প্রতিনিধি):খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় উল্লেখ্য যোগ্য পরিমান চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহালছড়ি থানা পুলিশ। সংবাদ বিবরণে প্রকাশ ১৩ আগষ্ট রবিবার গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান চালিয়ে উপজেলার ৪নং মাইসছড়ি ইউনিয়নস্থ জয়সেন পাড়া এলাকায় মহালছড়ি খাগড়াছড়ি সড়কে পাচারের উদ্দেশ্যে জরোকরা ২৮ লিটার চোলাই মদসহ উক্ত পাচারকারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। 

আটক মাদক ব্যবসায়ী সাধন চাকমা (২৭), পিতা: জ্যোতিষ চাকমা, উপজেলার মাইসছড়ি ইউনিয়নের পশ্চিম কেয়াংঘাট এলাকার বাসিন্দা বলে মহালছড়ি থানা সূত্রে জানা গেছে। (এই রিপোর্ট লেখার সময় রাত ৮.০০ ঘটিকা) এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধিন বলে জানান মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল হাসান খান। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

সম্প্রতি

গুইমারা নূরানী তা-লীমূল কোরআন মাদ্রাসার সবক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

আবদুল আলী, গুইমারা প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারার ঐতিহ্যবাহী অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গুইমারা নুরানী তালীমূল কোরআন মাদ্রাসার সবক ও পুর...