(দীপক সেন, মহালছড়ি)ঃখাগড়াছড়ি জেলার মহালছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৪ আগষ্ট সোমবার মহালছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে অনুষ্ঠিত উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসা। বিদ্যালয়ের শিক্ষক মো: জয়নাল আবেদীনের সঞ্চালনায় উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক গণেশ দত্ত এবং মহালছড়ি প্রেস ক্লাবের সভাপতি ও প্রবীন সিনিয়র সাংবাদিক দীপক সেন। সমাবেশে বক্তারা বর্তমান শিক্ষা ব্যবস্থা ও নতুন শিক্ষা কারিকুলামের উপর বিশদ ব্যাখ্যাসহ আলোচনা করেন। উক্ত সমাবেশে বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।
মহালছড়িতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত
0 মন্তব্যসমূহ