মহালছড়ি জোনের উদ্যোগে প্রত্যন্ত অঞ্চলে শীতবস্ত্র বিতরণ




মহালছড়িঃ খাগড়াছড়ির মহালছড়ি জোনের উদ্যোগে অঞ্চলে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

২৬ ডিসেম্বর সোমবার প্রত্যন্ত অঞ্চল বদানালা, লেমুছড়ি ও লেমুছড়ি শান্তিপুর এলাকায় শতাধিক দুস্থ শীতার্তদের বাড়িতে গিয়ে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়।

মহালছড়ি জোনের বিজিতলা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মেজবাহ্ উল মুহিত স্থানীয়দের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেন এবং তাদের  সকলের সাথে কুশলাদি বিনিময় করেন। এসময়ে হেডম্যান, কারবারিসহ সকল এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দুস্থ জুম্মচাষী জ্ঞান চাকমা বলেন বহুদিন ধরে তারা শীতে কষ্ট পাচ্ছিল। সেনাবাহিনীর শীতবস্ত্র পেয়ে এখন শীতের কষ্ট কম হবে এবং তিনি মহলছড়ি জোনের এই উদ্দ্যেগ দুস্থ ও শীতার্ত পাহাড়ি ও বাঙ্গালীরা অত্যন্ত আনন্দিত এ অভিমত ব্যক্ত করেন।

পাহাড়ি এবং বাঙ্গালীদের মধ্যে শান্তি-সম্প্রীতি বজায় রাখার মহতী উদ্দেশ্যে মহালছড়ি জোন সর্বদা নানা রকম সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এলাকার কারবারিদের সাথে কথা বলে জানা যায়, মহালছড়ি জোনের প্রতি স্থানীয় জনগণ কৃতজ্ঞতা ও সাধুবাদ ব্যক্ত করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

সম্প্রতি

মহালছড়ি ক্যায়াংঘাট ইউনিয়নে আনসার ও ভিডিপি সদস্যদের মানবিক উদ্যোগ

  ।।মোঃ কাউসারুল ইসলাম, মহালছড়ি।।  খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার ৩নং ক্যায়াংঘাট ইউনিয়নের গুচ্ছগ্রামে যাতায়াতের একমাত্র রাস্তা অ...