প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন অবকাশ ছুটি বাতিল



প্রাথমিক বিদ্যালয় সমুহের শীতকালীন অবকাশ ছুটি বাতিল করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর পরিচালক মনিষ চাকমা স্বাক্ষরিত এক নির্দেশনায় এই তথ্য জানানো হয়। 

নির্দেশনায় বল হয় যে,  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকাসহ বর্ষপঞ্জি ২০২২ খ্রি. অনুযায়ী ছুটির তালিকায় যিশু খ্রিষ্টের জন্মদিন (বড় দিন) ও শীতকালীন অবকাশের জন্য ২২ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর ২০২২ খ্রি. পর্যন্ত ছুটির উল্লেখ রয়েছে। আগামী ৩০ ডিসেম্বর ২০২২ তারিখ প্রাথমিক স্তরের বৃত্তি পরীক্ষা ২০২২ অনুষ্ঠিত হবে। প্রাথমিক স্তরের বৃত্তি পরীক্ষা ২০২২ এর প্রস্তুতি, ডিআর, ২০২৩ শিক্ষাবর্ষের বই বিতরণ কার্যক্রম, বই বিতরণ উৎসবের প্রস্তুতি এবং ২০২২ শিক্ষা বর্ষের ৩য় প্রান্তিকের মূল্যায়ন ও ফলাফল প্রকাশ-এর জন্য শীতকালীন অবকাশ সংক্রান্ত ছুটি বাতিল করা হলো। উল্লেখ্য যে, যিশু খ্রিষ্টের জন্মদিন (বড় দিন) ছুটি বহাল থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

সম্প্রতি

পানছড়িতে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনের অবহিত করণ ও কর্ম পরিকল্পনা সভা

পানছড়ি, খাগড়াছড়ি প্রতিনিধি: ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনের আওতায় খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়িতে  ১১৫ টি কেন্দ্রে মোট ৯৩৬১ জন শি...