বিশ্বকাপ ২০২২; মেসির স্বপ্ন পূরণ

 


রিপন ওঝাঃ কাতার ফুটবল বিশ্বকাপ-২০২২  খেলায় নির্দিষ্ট সময়ে আর্জেন্টিনা ফ্রান্স ২-২ গোলে সমতায় ছিল, অতিরিক্ত ৩০ মিনিট সময়েও ৩ - ৩ গোলে সমতায়, সর্বশেষ পেনাল্টিতে ৪ - ২ গোলে আর্জেন্টিনা কাঙ্কিত জয়লাভ করে। এই জয়ে মেসির অধরা স্বপ্ন বাস্তবে রুপ নিয়েছে। বিশ্বের ফুটবল ভক্তদের হৃদয়ের কাঙ্ক্ষিত ভালোবাসা পরিপূর্ণতা লাভ করেছে।

কাতার ফুটবল বিশ্বকাপে ৩২ টি দল ৮ টি গ্রুপে অংশগ্রহণ করে। পর্যায়ক্রমে খেলা সম্পন্ন করে ১৮ ডিসেম্বর আজ রোববার বাংলাদেশ সময় রাত ৯টায় ফুটবলের ফাইনাল খেলায় মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও ফ্রান্স। ১৯৮৬ সালের দিয়াগো ম্যারাডোনা বিশ্বকাপ হাতে নেয়ার পরে আজ ১৮ ডিসেম্বর ২০২২ সালে এসে আর্জেন্টিনার মেসির হাতে কাঙ্কিত ট্রপি ওঠেছে।


কাতার ২০২২ ফিফার ফুটবল বিশ্বকাপের সেরা খেলোয়াড় লিওনেল মেসি, সেরা গোলদাতা খেলোয়াড় ফ্রান্সের এমবাপ্পে, সেরা গোলকিপার বাজপাখি খ্যাত মার্টিনেজ, উদীয়মান খেলোয়াড় আর্জেন্টিনার ফার্নান্দেজ।


কাতার ২০২২ ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা পাবে ট্রপিসহ নগদ অর্থ ৩৪৪ কোটি টাকা, রানার্সআপ ফ্রান্স পাবে ২৪৫ কোটি টাকা, ৩য় স্থান অধিকারী ক্রোয়েশিয়া পাবে ২২০ কোটি, ৪র্থ স্থান অধিকারী মরক্কো পাবে ২০৪ কোটি টাকা, কোয়ার্টার ফাইনালে আসা প্রত্যেক দল পাবে ১৩৮ কোটি টাকা, প্রি-কোয়ার্টার ফাইনাল আসা প্রত্যেক দল পাবে ১০৬ কোটি টাকা, গ্রপ পর্বে অংশগ্রহণ কারী প্রত্যেক দল পাবে ৭৪ কোটি টাকা করে।


আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে মহালছড়িতে এক র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।  র‍্যালীটি মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ হতে শুরু হয়ে মহালছড়ির বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। 

কাতার ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা ১ম ম্যাচে সৌদি আরবের হারার পরে আর্জেন্টিনা ফাইনাল পর্যন্ত খেলে ফ্রান্সের বিপক্ষে সেরা খেলাটা খেলে জয়লাভ অর্জন করেছে।

ফুটবল সমর্থকগণ ঢোল-বাদ্য পিটিয়ে আনন্দ শোভাযাত্রা করেছে। বিশ্বকাপ জ্বরে যেখানে সারা বিশ্ব কাঁপছে সেই কম্পনের বড় আঁচ পড়েছে বাংলাদেশের প্রতিটি গ্রামে গঞ্জে। ইতিমধ্যে খেলা নিয়ে উত্তেজনা, উন্মাদনা শুরু হয়েছে সমর্থকদের মধ্যে।

তবে এই জয়োল্লাস বড় অংশ আর্জেন্টিনাকে ঘিরে। সারা বাংলাদেশ জুড়ে শহর থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত আর্জেন্টিনা সমর্থকরা এই ফাইনাল ম্যাচকে সামনে রেখে নানা রকম প্রস্তুতি নিয়ে এই আনন্দ মিছিল সম্পন্ন করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

সম্প্রতি

মহালছড়ি উপজেলায় খাগড়াছড়ি জেলা বি.এন.পি’র সাংগঠনিক সভা

দীপক সেন, মহালছড়ি প্রতিনিধি: পার্বত্যাঞ্চলে শান্তি, শৃংখলা বজায় রাখতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রেখে আইন-শৃংখলা স্থিতিশীল রাখতে, প...