মহালছড়ি সেনা জোনের উদ্যোগে বিহারপাড়ায় শীতবস্ত্র ও আর্থিক অনুদান প্রদান



মহালছড়িঃ মহালছড়ি সেনা জোনের উদ্যোগে বিহারপাড়ায় শীতবস্ত্র ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

২৯ ডিসেম্বর বৃহস্পতিবার , মহালছড়ি জোনের আওতাধীন এলাকায় সেনাবাহিনীর একটি বিশেষ টহল চলাকালীন সময়ে প্রত্যন্ত এলাকায় সম্পূর্ণরূপে আগুনে পুড়ে যাওয়া একটি ঘর খুঁজে পায়। পরে জানতে পারে  প্রায় এক সপ্তাহ পূর্বে অগ্নিকান্ডে ঘরটি সম্পূর্ণভাবে পুড়ে যায় এবং বাড়ির মালিক গৃহহীন হয়ে পড়ে। এমতাবস্থায়, মহালছড়ি জোন উক্ত পরিবারকে  আর্থিক অনুদান ও শীতবস্ত্র বিতরণ করে। 



পাশাপাশি স্থানীয় চেয়ারম্যানকে ডেকে বিষয়টি অবহিত করলে, চেয়ারম্যান ঘরটি পুনঃনির্মাণের আশ্বাস প্রদান করে। মহালছড়ি জোনের এই উদ্যোগে এলাকাবাসী অত্যন্ত আনন্দিত। বাংলাদেশ সেনাবাহিনীর এই প্রচেষ্টা তাদের জীবন যাত্রার মানকে আরো উন্নত করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

সম্প্রতি

মহালছড়ি উপজেলায় খাগড়াছড়ি জেলা বি.এন.পি’র সাংগঠনিক সভা

দীপক সেন, মহালছড়ি প্রতিনিধি: পার্বত্যাঞ্চলে শান্তি, শৃংখলা বজায় রাখতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রেখে আইন-শৃংখলা স্থিতিশীল রাখতে, প...